‘তোমরা যারা ছোটলোক, তারা ঘুম থেকে সকালে উঠ, আমরা বড়লোক,আমাদের সকাল হয় ১২ টায়,যাও ডিস্টার্ব দিওনা।’~বাংলা ছায়াছবির এরকম একটি সংলাপ সোস্যাল মিডিয়ায় প্রায়ই ঘুরপাক খায়, আর এটা যদি সত্যি সত্যি কারও মনে ধরে, তো শেষ। এটা একটি ডাহা মিথ্যা।সত্যটা হচ্ছে, সত্যিকারের জ্ঞ্যানী বা ধনী কোন ব্যক্তিই দেরীতে ঘুম থেকে উঠেন নি, বরং অধিকাংশই ভোর ৪ টা থেকে দিন শুরু করেন, যা তাদের Mindset, Heartset, Soulset ও Healthset কে করে সিদ্ধ ও ঋদ্ধ। রবিন শর্মা তার The 5AM Club বইতে The 5 AM Club Members Become Heroes of Their Lives. সকালের ঘুম- শয়তানের ঘুম, অনেক আরামের। আমাদের শিক্ষার্থীরা চাকরীর নিশ্চয়তা চায় বলেই আমাদের ক্রিয়েটিভ ইকোনমির জন্ম হয়না, উদ্দোক্তা তৈরী হয়না। নাসিম তালেবের বক্তব্য হচ্ছে A Monthly Salary is an addiction worse than heroine.  এই যে নিশ্চয়তা, এই যে  আরাম বা Comfort Zone এটা না ছাড়তে পারলে, জীবনে কোন উন্নতি আসেনা, সমাজে কোন অবদান রাখা যায়না, কোন প্রফেটই কমফোর্ট জোনে থাকেন নি। কেউই আরামে থেকে প্রশান্ত আত্মা, আত্মউন্নয়ন,বা সমাজ সংস্কার করতে পারেন নি,  যেমনটি পারেননি গৌতম বুদ্ধ, হয়ত সময়ের স্রোতে গা ভাসিয়ে দিন কেটে যায়, কিন্তু সত্যিকারের সুবিকাশ হয়না। হৃদয় হাসেনা।

Ginny Rommetry এর মতে ‘Growth and comfort donot coexist.’আপনি ছাত্রাবস্থায় আরাম করে ৮/১০ঘন্টা ঘুমাবেন, আবার ফার্স্ট ক্লাস পেতে চাইবেন, হবেনা। ভয়ভীতিকে জয় না করে, অনিশ্চয়তাকে আলিঙ্গন না করে নামকরা উদ্দোক্তা হতে চাইবেন, হবেনা।৯-৫টার সরকারি চাকুরী করে, বিলাসী জীবন যাপন করতে চাইবেন, ঠিক না। সকাল বিকাল পিজ্জা খেয়ে, চ্যারিটি হাউজ খুলতে চাইবেন, হবেনা। নিজে একটি সুখের জায়গায় থেকে, সমাজ রুপান্তরের চিন্তা করা যায়, বাস্তবায়ন করা যায়না। যদিও হয়, টিকেনা। জর্জ অরওয়েলের Keep the Aspidistra Flying এর নায়ক গর্ডন তার নিয়মিত বেতনের সুবিধার মাসিক নিশ্চিত মাইনের চাকরী ছেড়ে দিয়েই একটি বৈচিত্র ভরপুর সমতাময় সুখী সমৃদ্ধ পৃথিবীর জন্য কাজ করতে চেয়েছেন। কঠিন প্রশিক্ষন, সহজ যুদ্ধ। Difficult Roads lead to beautiful destinations-যেমনটি ঘটেছে আল কেমিষ্ট খ্যাত পাহলো কোহেলোর জীবনে। পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত সব মানুষেরাই কষ্ট করেই স্বস্তি পেয়েছেন, বা টেকসই সহনীয় স্বস্তির জন্য সাময়িক আরাম ছেড়েছেন বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছেন।মানুষের বডি মেকানিজম কষ্ট করে যাতে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যেতে পারে, সেভাবেই নির্মিত হয়েছে।

জীবন এমনই- এখানে আঘাত আসবে, বিরহ-ব্যাথা-বেদনা থাকবে, বিচ্ছেদ হবে, বিপরীতে হীত-হিতে বিপরীত ঘটবেই, অপরিপূর্নতাই পার্থিব জীবন(Life is meant to be messy and imperfect)! এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়াতেই আনন্দ। শুধুই আরামে থাকার জন্য নির্মিত হয়নি এই দেহ-মন, থাকলে কিছু আরামীয় রোগ আমন্ত্রিত হয়।  ভাললাগে এই কথাটি ‘a ship in a harbour is safe, but that’s not what it was built for’. সত্যিকারের জীবন শুরু করতে, নিজের একটা জীবন শুরু করতে হলে, নিজেকে পুর্নাজ্ঞভাবে বিকশিত করতে হলে, সফল ও সমৃদ্ধ হতে হলে, আরামকে হারাম কর‍তে হবে, তবেই আপনার আপনি, আমার আমি’র প্রস্ফুটন হবে। স্ট্যানফোর্ডের আলোচিত টেডটকার Yubing Zhang মতো আমাদেরও শুরু হোক Life begins at the end of your comfort zone.