আমি কি তবে অকৃতজ্ঞের অকৃতজ্ঞই থাকবো?
অস্থিরতা!অসহিষ্ণুতা! অমনোযোগীতা! ঝগড়া বিবাদ! যুদ্ধবিগ্রহ!সংযোহীনতা! ভারামী!ভন্ডমী! দ্বিচারিতা! টাকা নাই!পয়সা নাই! জ্বালানী নাই! তেল নাই! অস্ত্র নাই! বাড়ি নাই! গাড়ি নাই! অপর্যাপ্ততা! অপ্রতুলতা! বিশ্বটাই যেন কেমনভাবে সাজানো! সংশয়ময়, আগের যেন কোন সময়ের চেয়ে পৃথিবীর মানুষ এখন বেশী দোদুল্যময়। অন্যদিকে আমি দেখি ভিন্নকিছু। স্থরে স্থরে সাজানো সীমাহীন স্বপ্নীল আকাশ, নৈশব্দের নিমগ্ন নীল সমুদ্র-প্রবাল- পদ্মরাগ, সবুজে বিস্তৃত মাঠের …